২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ১:৫৯

আবুল হাসান খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোকাররম হোসাইন খানের পিতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) জনাব আবুল হাসান খান ৭৫ বছর বয়সে ২১ জুলাই সকাল সাড়ে ৯টায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২২ জুলাই সকাল ৮টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রওজাতুল জান্নাত হাফিজি মাদ্রাসা ময়দানে জানাযা শেষে তাকে মহতপুর সরকারি কবরস্থানে দাফন করা হবে। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশলিয়া ইউনিয়নের মহতপুর গ্রামের বাসিন্দা। কর্মজীবনে তিনি ছিলেন কালিগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শোকবাণী

জনাব আবুল হাসান খানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২১ জুলাই ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব আবুল হাসান খান এলাকায় একজন গুণী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। কর্মজীবনে তিনি শিক্ষক হিসেবে মানুষ গড়ার কাজ অত্যন্ত যত্নসহকারে করার চেষ্টা করেছেন। দ্বীনের একজন দাঈ হিসেবেও তিনি ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।