২৬ জুন ২০২০, শুক্রবার, ৭:২৬

তাসফিয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) ও নাটোর সদরের ৪ নং ওয়ার্ডের দায়িত্বশীলা তাসফিয়া বেগম ৬০ বছর বয়সে ২৫ জুন দুপুর ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৫ জুন বাদ মাগরিব তার নিজ বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রুচিবয়রা গ্রামে সালাতে জানাযা শেষে তাকে টুনিপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। কর্মজীবনে তিনি নাটোরে সরকারি হার্টিকালচার সেন্টারের কর্মকর্তা ছিলেন।

শোকবাণী

তাসফিয়া বেগমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৬ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, তাসফিয়া বেগম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে নাটোর জেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক ডঃ মীর নুরুল ইসলাম ও জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান বলেন, আসফিয়া বেগম একজন মহিয়সী নারী ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে গিয়েছেন। মহান আল্লাহ যেন তার সকল নেক আমল কবুল করে জান্নাত নসিব করেন এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের ধৈর্য ধারণ করার তাওফিক দেন (আমিন)।