২৫ জুন ২০২০, বৃহস্পতিবার, ৭:৪৮

ডা. সাইফুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডা. এসএম সাইফুল ইসলাম ৬৭ বছর বয়সে ২৪ জুন রাত ১১টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৫ জুন বেলা ২টায় আল মানার হাসপাতালে সালাতে জানাযা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৫ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, ডা. সাইফুল ইসলাম কিছু দিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সুস্থ হয়ে তিনি বাসায় চলে যান। গত বুধবার অসুস্থতা বোধ করলে তাকে পুনরায় আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তিনি ইন্তিকাল করেন।

একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে তিনি মানুষের সেবা করে গিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করুন। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং মহান আল্লাহর নিকট আন্তরিকভাবে দোয়া করছি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। আমি তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ডাক্তার সাইফুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বলেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। ”