২৪ জুন ২০২০, বুধবার, ৬:৩২

আলহাজ্জ মোফাজ্জল হোসেন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখা জামায়াতের আমীর জনাব মোঃ আনোয়ারুল ইসলামের খালু হাকিমপুর উপজেলার বাগদোড় গ্রাম নিবাসী, বাগদোড় ইয়াছিনীয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্জ মোফাজ্জল হোসেন সরকার ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২৪ জুন সকাল সাড়ে ১০টায় বিরামপুর পাইলট হাইস্কুল পাড়াস্থ বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১ ছেলে ও ৪ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ জুন বুধবার বাদ জোহর পূর্ব জগন্নাথপুর ঈদগাহ মাঠে তার প্রথম সালাতে জানাযা এবং নিজ গ্রাম বাগদোড় ইয়াছিনীয়া দাখিল মাদরাসা মাঠে দ্বিতীয় সালাতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোক সংবাদ

আলহাজ্জ মোফাজ্জল হোসেন সরকারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২৪ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি আলহাজ্জ মোফাজ্জল হোসেন সরকারের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করে বলেন, তিনি যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি ডক্টর এনামুল হক, হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল ইসলাম এবং হাকিমপুর উপজেলার আমীর ও সেক্রেটারি যথাক্রমে জনাব সাইদুল ইসলাম সৈকত ও জনাব মীর শহীদ হোসেন গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা আলহাজ্জ মোফাজ্জল হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করার জন্য আমরা মহান আল্লাহর নিকট দোয়া করছি। আমরা মহান আল্লাহর নিকট আরও দোয়া করছি তিনি যেন তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।