৩ নভেম্বর ২০১৯, রবিবার, ৬:১৭

হোসনে আরা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

নওগাঁ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এ.এইচ রশিদ সাহেবের স্ত্রী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আ.স.ম. মামুন শাহীনের মাতা হোসনে আরা বেগম ৭০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ৩ নভেম্বর ভোর ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ৩ নভেম্বর বাদ আছর নওগাঁ নওজোয়ান মাঠে নামাজে জানাযা শেষে তাকে নওগাঁয় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

হোসনে আরা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ৩ নভেম্বর, ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি হোসনে আরা বেগমের জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য-ধারণ করার তাওফিক দান করুন।”