চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা আজিজুর রহমানকে গত ২ ফেব্রুয়ারী সাময়িকভাবে বরখাস্ত করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৪ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান স্থানীয় জামায়াত নেতা আজিজুর রহমানকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করার হয়েছে। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
জনাব আজিজুর রহমান একজন জনপ্রিয় নেতা। তার সেবা থেকে দামুড়হুদা উপজেলার জনগণকে বঞ্চিত করার হীন রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার তাকে অন্যায়ভাবে সাময়িক বরখাস্ত করেছেন। তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কোন যুক্তি নেই। সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর চরম জুলুম করা হয়েছে। বর্তমান সরকারের জুলুম থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও রেহাই পাচ্ছেন না।
অবিলম্বে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার অন্যায় আদেশ প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”