বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পৃষ্ঠায় “বিতর্কিতদের নেতৃত্বে আনায় জামায়াতে চরম কোন্দল” শিরোনামে আজ ৩ ফেব্রুয়ারী প্রকাশিত ভিত্তিহীন রিপোর্টের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রিপোর্টার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্পর্কে যে সব কথা লিখেছেন তা ভিত্তিহীন অসত্য।
বর্তমান কর্তৃত্ববাদী সরকার জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে এবং তা কার্যকর করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের দল। জামায়াত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের সংশ্লিষ্ট রিপোর্টার জামায়াতে ইসলামীতে চরম কোন্দল আবিষ্কার করে জনগণের নিকট জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছেন। আমি পরিস্কার ভাষায় জানাতে চাই যে, জামায়াতে ইসলামীতে কোন কোন্দল নেই। এগুলো সংশ্লিষ্ট রিপোর্টারের নিজস্ব মনগড়া বক্তব্য। তিনি জামায়াতের অর্থনৈতির উৎস সম্পর্কে যা লিখেছেন তা ডাহা মিথ্যা। এ রিপোর্টে ২ হাজার কোটি টাকার এক আজগুবী গল্প লেখা হয়েছে। দেশবাসী জানেন জামায়াত তার কর্মীদের প্রদত্ত অর্থ দিয়েই পরিচালিত হয়।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ইতোপূর্বেও অনেক মিথ্যা রিপোর্ট ছাপা হয়েছে। আমরা সাথে সাথে এসব মিথ্যাচারের প্রতিবাদ করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশ প্রতিদিন আমাদের প্রতিবাদটি ছাপানোর মত সাহস ও সৌজন্য দেখাতে পারেনি। এ থেকে বুঝা যায় এসব রিপোর্টের কোন ভিত্তি নেই।
আমি বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করছি যে, বাংলাদেশ প্রতিদিন আমার এ প্রতিবাদটি যথাস্থানে ছাপিয়ে সাংবাদিকতার নীতির প্রতি শ্রদ্ধা দেখাবেন।”