কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৬ জন মুসল্লী নিহত ও ৮ জন আহত হওয়ার এবং গত ২৮ জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩০ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কানাডার কুইবেক সিটির একটি মসজিদে নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে ৬ জন মুসল্লী নিহত ও ৮ জন আহত হওয়ার এবং গত ২৮ জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়ার ঘটনায় সারা বিশ্বের মুসলমানগণ উদ্বিগ্ন। দুটি উন্নত গণতান্ত্রিক দেশে এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত। এ ধরনের সন্ত্রাসী ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
আল্লাহর ঘর মসজিদে বসে মুসলমানগণ যাতে স্বাধীনভাবে নিরাপদে ইবাদাত করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা সকল দেশের সরকারেরই পবিত্র দায়িত্ব। বিশ্ববাসী আশা করে এ ধরনের সন্ত্রাস দমনের ব্যাপারে দুই দেশের সরকারই সফল হবে।
আমি আশা করি কানাডার সরকার মসজিদে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত ও ৮ জন আহত হওয়ার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার টেক্সাসের একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়ার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন ও এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
আমি কানাডার কুইবেক সিটির একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে যারা নিহত হয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করছি ও নিহতদের পরিবার-পরিজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”