আজ ৬ অক্টোবর মঙ্গলবার ভারতের দৈনিক ‘টাইম্স অব ই-িয়া’র অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে ‘বাংলাদেশে দুইজন বিদেশী নাগরিক হত্যাকা-ের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীরা জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন।’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ বলেন, “দুইজন বিদেশী নাগরিক হত্যার সাথে জামায়াতে ইসলামীর কারো সম্পর্ক নেই। জামায়াতে ইসলামীকে জড়িয়ে টাইম্স অব ই-িয়ার অনলাইন সংস্করণে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করা হয়েছে।
জামায়াতে ইসলামীর সাথে আইএস-এর সম্পর্ক আছে বলে যে মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জামায়াত এ হত্যার প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছে। দুইজন বিদেশী হত্যার ঘটনায় জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকারের চরম ব্যর্থতাই প্রমাণিত হয়েছে। সরকারের এই ব্যর্থতাকে আঁড়াল করার হীন উদ্দেশ্যেই টাইম্স অব ই-িয়ার অনলাইন সংস্করণের প্রতিবেদনে জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভারতীয় মিডিয়া বিশেষ করে টাইম্স অব ই-িয়া অতীতেও এ ধরনের আজগুবি প্রচারণা চালিয়েছে। কিন্তু তাদের সকল প্রচারণাই মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে তারা যে মিথ্যা প্রচারণা চালিয়েছে তাও শীঘ্রই মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন, মিথ্যা, আজগুবি প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি টাইম্স অব ই-িয়ার অনলাইন সংস্করণ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”