১১ অক্টোবর ২০১৫, রবিবার, ৩:৫৫

Dhaka Tribune জামায়াতকে জড়িয়ে যে সব তথ্য পরিবেশন করেছে তা সর্বৈব মিথ্যা

Dhaka Tribune অনলাইন পত্রিকায় আজ ১১ অক্টোবর “Jamaat-backed militant group Allahr Dol active in the north” শিরোনামে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “Dhaka Tribune অনলাইন পত্রিকায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব তথ্য পরিবেশ করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
উযধশধ ঞৎরনঁহব পত্রিকার রিপোর্ট সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসী জঙ্গি রাজনীতিকে জামায়াত ঘৃণা করে। তাই দেশের উত্তর অঞ্চলের তথাকথিত মিলিট্যান্ট গ্রুপ আল্লাহর দল নামক কোন সংগঠনকে জামায়াতের ব্যাক করার প্রশ্নই আসে না। এ নামের কোন দল আমরা চিনি না এবং এ ধরনের কোন দলের নামও শুনিনি।
গত ১৭ মার্চ লালমনির হাটের পাটগ্রামে যে ১৩ জনকে গ্রেফতার করার কথা ÒDhaka Tribune এ লেখা হয়েছে তাদের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। তথাকথিত আল্লাহর দলের জামায়াতের স্থানীয় নেটওয়ার্ক ব্যবহার করার প্রশ্নই আসে না। এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি ÒDhaka Tribune অনলাই পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আশা করি তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”