১৫ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ৩:৫১

জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো থেকে বিরত থাকার আহ্বান

দৈনিক প্রথম আলো পত্রিকার ১১ পৃষ্ঠায় “আইএস বনাম জামায়াত-শিবির” শিরোনামে আজ ১৫ অক্টোবর জনাব মইনুল ইসলামের লিখিত নিবন্ধে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম বলেন, “এ নিবন্ধে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে সব তথ্য পরিবেশন করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির কখনো ধ্বংসাত্মক কর্মকা- করেনি এবং গৃহযুদ্ধের ঘোষণাও দেয়নি। এগুলো জনাব মইনুল ইসলামের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। জামায়াতে ইসলামী কখনো গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ, ধর্মান্তরিতকরণের মত কোন মানবতাবিরোধী অপরাধ করেনি। জামায়াতের সাথে কোন আন্তর্জাতিক সন্ত্রাসী মৌলবাদী সংগঠনের কোন সম্পর্ক নেই।
আইএস, আল-শাবাব, বোকো হারাম, আলকায়দা ইত্যাদি সংগঠনের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই তাদের নেটওয়ার্ক জামায়াত ও ছাত্রশিবিরের অভিন্ন নেটওয়ার্ক হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর এ জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মহৎ উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর জন্ম হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষার জন্য জামায়াতে ইসলামীর জন্ম হয়েছে বলে যারা ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেন তারা জ্ঞানপাপী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই প্রথম আলো পত্রিকায় এ নিবন্ধটি লেখা হয়েছে। এভাবে ভিত্তিহীন মিথ্যা নিবন্ধ লিখে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো থেকে বিরত থাকার জন্য আমি জনাব মইনুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”