২৩ অক্টোবর ২০১৫, শুক্রবার, ১১:৫১

পুলিশের আইজিপির ভিত্তিহীন অসত্য বক্তব্যের তীব্র নিন্দা

রাজধানীর দারুস্সালামের চেক পোষ্টে দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে মর্মে পুলিশের আইজিপি জনাব একেএম শহিদুল হক যে ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৩ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেনঃ-

বিবৃতিতে তিনি বলেন, “পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি হিসেবে জনাব একেএম শহিদুল হক পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হওয়ার ঘটনায় জামায়াতকে দায়ী করে যে ভিত্তিহীন অসত্য বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের আইজিপি বলেছেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃত মাসুদ নিজেকে জামায়াত-শিবির কর্মী বলে ¯^ীকার করেছে।’ একই ব্যক্তি দুই সংগঠনের কর্মী হয় কীভাবে তা বোধগম্য নয়। তাছাড়া যথাযথ তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করে তিনি যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অপরাধীদের আড়াল করার হীন উদ্দেশ্যেই তিনি জামায়াতকে জড়িয়ে অসত্য বক্তব্য দিয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণ-সংগঠন এবং ইসলামী ছাত্রশিবির একটি প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন। হত্যার রাজনীতির সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কথিত মাসুদের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।

আমি আশা করি সরকার যথাযথ তদন্ত করে পুলিশের এএসআইয়ের খুনিদেরকে খুঁজে বের করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে।

আমি নিহত এএসআই ইব্রাহিম মোল্লার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ”