২৪ অক্টোবর ২০১৫, শনিবার, ১১:৫০

পুলিশের এ.এস.আই ইব্রাহিম মোল্লার হত্যার ঘটনায় জামায়াত শিবিরের কোন সম্পর্ক নেই

গত ২৪ অক্টোবর প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় পুলিশের আইজিপি এ.কে.এম শহীদুল হকের বক্তব্যের বরাত দিয়ে গাবতলীতে পুলিশের এ.এস.আই জনাব ইব্রাহিম মোল্লার হত্যার সাথে জামায়াতের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাওয়ার যে দাবি করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ২৫ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই কতিপয় জাতীয় দৈনিক পত্রিকায় পুলিশের আইজিপি জনাব এ.কে.এম শহিদুল হকের বক্তব্যের বরাত দিয়ে পুলিশের এএসআই জনাব ইব্রাহিম মোল্লার হত্যার সাথে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, পুলিশের এ.এস.আই জনাব ইব্রাহিম মোল্লার হত্যার ঘটনার সাথে জামায়াত ও ছাত্র শিবিরের কোন সম্পর্ক নেই। পুলিশের আইজিপি জনাব এ.কে.এম শহিদুল হক আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা ঢাকা দেয়ার উদ্দেশ্যেই জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন। পুলিশের হাতে গ্রেফতারকৃত মাসুদ রানার সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। এভাবে নিজেদের মনগড়া মিথ্যা সিন্ডিকেটেড রিপোর্ট প্রচার করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। অতীতেও এ ধরনের সিণ্ডিকেটেড মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তাদের সকল রিপোর্টই মিথ্যা প্রমাণিত হয়েছে। এবারেও তাদের রিপোর্ট মিথ্যা প্রমাণিত হবে ইনশাআল্লাহ।
তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”