২৮ অক্টোবর ২০১৫, বুধবার

জনকণ্ঠ, প্রথম আলো ও যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

আজ ২৮ অক্টোবর প্রকাশিত দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো ও যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৮ অক্টোবর’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন রাজনৈতিক উদ্দেশ্যই দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো ও যুগান্তর পত্রিকায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
কোন অঘটন ঘটলেই কয়েকটি সংবাদপত্র জামায়াতকে জড়িয়ে সিণ্ডিকেটেড মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা চালায়। যে কেউ ঐ সব রিপোর্ট পড়লেই বুঝতে পারবেন যে, ঐগুলো সিণ্ডিকেটেড মিথ্যা রিপোর্ট। সিণ্ডিকেটেড মিথ্যা রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘বিমান ছিনতাই’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে ‘জামায়াত-বিএনপি তাদের হত্যা, সন্ত্রাস, জ্বালাও, পোড়াও, হরতাল, নাশকতার বিভিন্ন ঘটনা ঘটিয়ে ব্যর্থ হয়ে জঙ্গী গ্রæপগুলোর সদস্যদের মাধ্যমে দেশের যে কোন বিমানবন্দর থেকে দেশী-বিদেশী যাত্রীবাহি বিমান ছিনতাই করে সরকারকে বেকায়দায় ফেলার পরিকল্পনা করেছিল।’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। হত্যা, সন্ত্রাস, জ্বালাও, পোড়াও ও নাশকতার ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কোন জঙ্গী সংগঠনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই জঙ্গী গ্রæপগুলোর সদস্যদের মাধ্যমে বিমান ছিনতাই করিয়ে সরকারকে বেকায় ফেলার জন্য জামায়াতের পরিকল্পনা করার প্রশ্নই আসে না। এগুলো দৈনিক জনকণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই না।
আমি স্পষ্পভাষায় জানাতে চাই যে, বালাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে রাজনীতি করছে। কোন গোপন জঙ্গী সংগঠনের সাথে সম্পর্ক রাখার যে কথা জনকণ্ঠের রিপোর্টে লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
দৈনিক প্রথম আলো পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘জার্মানীর কথিত নিরাপত্তা বিশ্লেষক সিগফ্রিড উলফের বরাত দিয়ে জামায়াত দূর্বল হলে আইএসও হবে’ মর্মে যে কথা লেখা হয়েছে তা একেবারে ডাহা মিথ্যা। তার এ বক্তব্যের জবাবে আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, জামায়াতের সাথে আইএস এর কোন সম্পর্ক নেই। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে ‘জামায়াতে ইসলামী রাষ্ট্র ও সমাজের জন্য ভয়ানক হুমকি’ বলে যে মন্তব্য করেছেন তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই।
জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এ ধরনের কাল্পনিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি জার্মানীর তথাকথিত নিরাপত্তা বিশ্লেষক সিগফ্রিড উলফের প্রতি আহŸান জানাচ্ছি।
দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় ‘নাশকতার ছক জামায়াতের’ শিরোনামে প্রকাশিত রিপোর্টে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয় যে সব আজগুবি তথ্য পরিবেশন করা হয়েছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। নাশকতার রাজনীতিকে জামায়াত ও ছাত্রশিবির ঘৃণা করে। কাজেই জামায়াত ও ছাত্রশিবিরের নাশকতার পরিকল্পনা করার প্রশ্নই আসে না।
জেএমপি এবং আনসারুল্লাহ বাংলা টীমসহ কোন জঙ্গী সংগঠনের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই তাদের সাথে একগোষ্ঠী হওয়ার প্রশ্ন অবান্তর।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”