২৫ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৪:৩৩

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

খুলনা জেলার ফুলতলা উপজেলা থেকে জামায়াত নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যা অভিযোগ প্রচার করছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার নায়েবে আমীর জনাব আবুল হোসেন মোড়ল এবং সেক্রেটারী অধ্যাপক মোস্তফা-আল-মুজাহিদসহ ৫জন নেতা-কর্মীকে গত ২৩ জানুয়ারী গভীর রাতে তাদের স্ব-স্ব বাড়ী থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ২৫ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার নায়েবে আমীর জনাব আবুল হোসেন মোড়ল এবং সেক্রেটারী অধ্যাপক মোস্তফা-আল-মুজাহিদসহ ৫জন নেতা-কর্মীকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতার করার পর পুলিশ তাদের মিথ্যা মামলায় জড়ানোর উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

পুলিশ তাদের বিরুদ্ধে স্থানীয় মাদ্রাসায় গোপন বৈঠক ও তাদের নিকট থেকে ৪টি হাত বোমা উদ্ধারের মিথ্যা কল্পকাহিনী প্রচার করছে। অথচ পুলিশ গভীর রাতে ঘুম থেকে তুলে তাদেরকে স্ব-স্ব বাড়ি থেকে গ্রেফতার করেছে। এতেই প্রমাণিত হয় যে, পুলিশ মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ যে সব অভিযোগের কথা প্রচার করছে তা সর্বৈব মিথ্যা। তাদের বিরুদ্ধে পুলিশের প্রদত্ত বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের এ ধরনের আপত্তিকর ও অনৈতিক আচরণ ন্যায় বিচার এবং আইনের শাসনের পরিপন্থী। 

ভিত্তিহীন মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে ফুলতলা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আবুল হোসেন মোড়ল ও সেক্রেটারী অধ্যাপক মোস্তফা-আল-মুজাহিদসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”