বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের কারাবন্দী সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে আজ ৩১ অক্টোবর সারা দেশে ব্যাপী জামায়াতের উদ্যোগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। দেশের বিভিন্নস্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাদান এবং নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ৩১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করা দেশের সকল নাগরিকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। এই অধিকারে বাধা দিয়ে সরকার দেশের আইন ও সংবিধান লংঘন করেছে।
বর্তমান সরকার জাতির ঘাড়ে একদলীয় ¯ৈ^রশাসন চাপিয়ে দেয়ার হীনউদ্দেশ্যেই দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্রের অংশ হিসাবেই সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অসৎ উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে হত্যা করার ষড়যন্ত্র করছে। জনাব মুজাহিদ আজ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সরকারের বাধা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশের জনগণ আজ ৩১ অক্টোবর সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালন করে প্রমাণ করে দিয়েছে জনাব মুজাহিদসহ জামায়াতের নেতা-কর্মীদের মুক্তির দাবীতে দেশের জনগণ ঐক্যবদ্ধ।
আজ জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচীতে পুলিশ বাধা দিয়ে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল কাশেম বিপ্লবকে, খুলনা মহানগরীতে ইসলামী ছাত্রশিবিরের ৬জন কর্মীকে, চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৬ জন কর্মীকে, রংপুর জেলায় জামায়াতের ২জন কর্মীকে, গাইবান্ধা জেলা জামায়াতের ১জন কর্মীকে, নীলফামারীতে জামায়াতের ১জন কর্মীকে, জয়পুরহাটে জামায়াতের ৫জন নেতা-কর্মীকে, বগুড়ায় ১জন স্থানীয় নেতাকে পুলিশ অন্যায়ভাবে আটক করেছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছে।
জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়ে এবং নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছুই নেই। সরকার দেশের নাগরিকদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মিছিল করার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।
সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করে নাগরিকদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। জালেম সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনতে হবে। সরকারের জুলুম-নির্যাতন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”