১৮ নভেম্বর ২০১৫, বুধবার, ১১:২৪

দেশে এমন এক স্বৈরশাসন চলছে যার থেকে রেহাই পাচ্ছে না নির্বাচিত গণপ্রতিনিধিরাও

আজ ১৮ নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবদুল বারী, নেত্রকোণা জেলার মদন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা মাওলানা রুহুল আমীনকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশে আজ এমন এক স্বৈরশাসন চলছে যে, জনগণের নির্বাচিত গণপ্রতিনিধিরাও সরকারের জুলুম-নির্যাতন এবং গ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না।

সরকার জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে দেশে একদলীয় শাসন কায়েমের ষড়যন্ত্র করছে। সরকারের জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অভিযান থেকে নির্দোষ নেতা-কর্মী এবং সাধরণ জনগণও রেহাই পাচ্ছেনা। সারা দেশে বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্যদিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার বিরোধীদলের নেতা-কর্মী ও সাধরণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে এবং হয়রানী করছে।

দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে বেশী দিন ক্ষমতায় থাকা যায়না। নির্যাতিত ও নিপীড়িত জনগণের আন্দোলনের মুখেই স্বৈরশাসনের পতন হয়।

কাজেই গ্রেফতার ও নির্যাতন বন্ধ করে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মাহবুবুর রহমান ভুট্টোসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”