রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার চারঘাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: হাফিজুল হককে আজ ৩০ ডিসেম্বর সকালে তার বাড়ী থেকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আতাউর রহমান আজ ৩০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে চারঘাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো: হাফিজুল হককে গ্রেফতার করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।
জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার হীন উদ্দেশ্যেই পুলিশ সারা দেশে অব্যাহতভাবে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। স্বৈরশাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যেই সরকার নির্বিচারে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
রাজশাহী জেলার চারঘাট পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব মো: হাফিজুল হকসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”