এনডিএফ-এর সাবেক সভাপতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এন. এ. কামরুল আহসানের পিতা জনাব এন. এ. খাদেমুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ২০ ডিসেম্বর ২০১৬ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তা’আলা তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।