২০ সেপ্টেম্বর ২০১৭, বুধবার, ৫:৫৬

দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত রিপোর্টের তীব্র প্রতিবাদ

রোহিঙ্গাদের ত্রাণ লুটের সিন্ডিকেটের সাথে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা-কর্মীর কোন সম্পর্ক নেই

দৈনিক মানবজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “রোহিঙ্গাদের ত্রাণ লুটে সিন্ডিকেট” শিরোনামে আজ ২০ সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্টে জামায়াতে ইসলামীকে জড়িয়ে পরিবেশিত ভিত্তিহীন মিথ্যা তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে রোহিঙ্গাদের ত্রাণ লুটের সিন্ডিকেটের সাথে জামায়াতে ইসলামীর কোন স্থানীয় নেতা-কর্মীর কোন সম্পর্ক নেই। দৈনিক মানবজমিনে প্রকাশিত রিপোর্টটিতে জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।

দৈনিক মানবজমিনে প্রকাশিত রিপোর্টে উল্লেখিত আকবার আহমদ স্থানীয় জামায়াতের একজন কর্মী। তার সাথে রোহিঙ্গাদের ত্রাণ লুটের সিন্ডিকেটের কোন সম্পর্ক নেই। তিনি নিজের জমিতে ঘর তুলে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন এবং তাদের মধ্যে এক লক্ষ টাকার ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন।

উল্লেখ্য যে, গত ১১ সেপ্টেম্বর ‘রোহিঙ্গাদের নিয়ে নির্দয় বাণিজ্য’ শিরোনামে দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি রিপোর্টে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল। আমরা যথারীতি তার প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের প্রতিবাদটি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার এক সপ্তাহ যেতে না যেতেই আবার দৈনিক মানবজমিনে আজ ২০ সেপ্টেম্বর প্রকাশিত একটি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এ ধরনের অসত্য তথ্য পরিবেশন করে মানবজমিন বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার নীতিমালা লংঘন করেছে। দৈনিক মানবজমিনের মত একটি জাতীয় দৈনিক পত্রিকার নিকট থেকে আমরা এ ধরনের ভূমিকা আশা করি না।

দৈনিক মানবজমিনের রিপোর্টে ‘রোহিঙ্গাদের ত্রাণ লুটের’ যে তথ্য পরিবেশন করা হয়েছে তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে ঐ সিন্ডিকেটের সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্য তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক মানবজমিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”