বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারী জনাব সিদ্দিক হোসাইন ও রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী অফিস সেক্রেটারী জনাব আহসান হাবিবকে গত ২২ আগস্ট সন্ধ্যায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৩ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারী জনাব সিদ্দিক হোসাইন ও রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী অফিস সেক্রেটারী জনাব আহসান হাবিবকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার অসৎ উদ্দেশ্যেই সারা দেশে বেছে বেছে জামায়াতের নেতা ও কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে কষ্ট দিচ্ছে। আসন্ন ঈদুল আজহার পূর্ব মুহূর্তে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কর্তৃত্ববাদী সরকার শক্তির জোরে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই দেশের বিরোধী দলের উপর জুলুম-নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী শাখার সেক্রেটারী জনাব সিদ্দিক হোসাইনসহ সারা দেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে আসন্ন ঈদুল আজহার পূর্বেই মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”