আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, নায়েবে আমীর, সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সংগঠনের সহকারী সেক্রেটারী জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবী জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৯ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, নায়েবে আমীর, সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং সংগঠনের সহকারী সেক্রেটারী জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ ৬/৭ বছর যাবত কারাগারে বন্দী আছেন। তাদের জন্য তাদের পরিবার-পরিজন এবং জামায়াতের নেতা-কর্মীগণ গভীরভাবে উদ্বিগ্ন।
মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান একজন বয়োবৃদ্ধ জননেতা। তিনি বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। তিনি পাবনা সদর থেকে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের জনগণের বহু খেদমত করেছেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী একজন প্রখ্যাত মুফাসসিরে কুরআন। তিনি পিরোজপুর-১ আসন থেকে দুইবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পিরোজপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত। মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও জনাব এটিএম আজহারুল ইসলাম তিনজনই স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেছেন। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তারা বন্দী হয়ে কারাগারে আছেন। জুলুমের শিকার উপরোল্লেখিত নেতৃবৃন্দের দেশবাসী আশু মুক্তি চায়।
কাজেই আসন্ন পবিত্র ঈদুল আযহার পূর্বেই মাওলানা মুহাম্মাদ আবদুস সুবহান, আল্লামা দোলোয়ার হোসাইন সাঈদী ও জনাব এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তাদের মুক্ত পরিবেশে পরিবার-পরিজন ও দেশবাসীর সাথে পবিত্র ঈদুল আযহা উদ্যাপন করার সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”