আজ ৬ আগষ্ট সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরী শাখার নায়েবে আমীর জনাব বজলুর রহমান বাচ্চু এবং সেক্রেটারী জনাব জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও ১ জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৬ আগষ্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরী শাখার নায়েবে আমীর জনাব বজলুর রহমান বাচ্চু এবং সেক্রেটারী জনাব জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই গ্রেফতার করেছে।
জামায়াতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। জামায়াতে ইসলামীকে দুর্বল করার হীন উদ্দেশ্যেই সরকার এ সংগঠনের নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। জামায়াতের নেতা-কর্মীগণ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে। সরকারী দলের নেতা-কর্মীরা সন্ত্রাস, হত্যা, ধর্ষণসহ নানা অপরাধে জড়িত থাকা সত্ত্বেও সরকার তাদের গ্রেফতার না করে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অথচ জামায়াতের নিরপরাধ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে মাসের পর মাস জেলে আটক রেখে কষ্ট দিচ্ছে। সরকারের এ দ্বিমুখী নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জামায়াতের বরিশাল মহানগরী শাখার নায়েবে আমীর জনাব বজলুর রহমান বাচ্চু এবং সেক্রেটারী জনাব জহির উদ্দিন মুহাম্মদ বাবরসহ সারাদেশে আটক জামায়াতের সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”