দৈনিক যুগান্তর পত্রিকার ৩য় পৃষ্ঠায় গত ৩ আগস্ট জামায়াতের নেতৃবৃন্দ সম্পর্কে প্রকাশিত বিভ্রান্তিকর অসত্য রিপোর্টের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মো: তাসনিম আলম আজ ৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক যুগান্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সম্পর্কে প্রকাশিত রিপোর্টের কোন ভিত্তি নেই।
দৈনিক যুগান্তরের রিপোর্টের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, গত জুলাই মাসে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কোন বৈঠকই হয়নি। কাজেই কথিত ঐ বৈঠকের বরাত দিয়ে দৈনিক যুগান্তরের রিপোর্টে যে সব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ইতিপূর্বেও দৈনিক যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষ বহুবার জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন।
সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।”