বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা গ্রাম নিবাসী জনাব মসিউর রহমানের বাড়িতে গত ১৬ জুন রাতে পুলিশ অভিযান চালিয়ে ভাংচুর করে ঘরে তালা লাগিয়ে দেয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের আজ ১৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জামায়াতে ইসলামীর রুকন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা গ্রাম নিবাসী জনাব মসিউর রহমানের বাড়িতে পবিত্র রমজান মাসে পুলিশের হামলা, ভাংচুর ও ঘরে তালা লাগিয়ে দেয়ার ঘটনা সম্পূর্ণ অন্যায়, অমানবিক ও বেআইনী।
জনাব মসিউর রহমানের বাড়িতে পুলিশের হামলা, ভাংচুর ও ঘরে তালা লাগিয়ে দেয়ার কারণে তিনি পরিবার-পরিজন নিয়ে বাড়িতে সেহরী খেতে ও ইফতার করতে পারেননি। তারা অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। পুলিশ তার সন্তানদের বই-পুস্তক জব্দ করে নিয়ে যাওয়ায় তারা পড়া-শুনা করতে পারছে না। পুলিশের এ ধরনের জুলুম ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জুলুম বন্ধ করে জনাব মসিউর রহমানের ঘরের তালা খুলে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”