১৬ জুলাই ২০১৭, রবিবার, ৭:৫৪

জামায়াতকে জড়িয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের বিভ্রান্তিকর ভিত্তিহীন অসত্য বক্তব্যের তীব্র প্রতিবাদ

আজ ১৬ জুলাই মাদারীপুরের এক অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ‘যুবক-যুবতীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আইএস বানাচ্ছে জামায়াত’ মর্মে যে ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ ১৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ‘যুবক-যুবতীদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে আইএস বানাচ্ছে জামায়াত’ মর্মে যে কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাসী দল। জামায়াত কখনো কোন সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাস করে না। বরং দেশের সকল সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে জামায়াত সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সুতরাং আইএস এর সাথে জামায়াতের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। জনাব শাজাহান খান ইতোপূর্বেও এ ধরনের বহু আজগুবি বক্তব্য প্রদান করেছেন। জামায়াতকে জড়িয়ে অবাঞ্ছিত বক্তব্য প্রদান করা যেন তার মুদ্রাদেষে পরিণত হয়েছে। শাজাহান খানের ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ডের কারণে নিজ দলের নেতা-কর্মীগণই তাকে দানব আখ্যা দিতে বাধ্য হচ্ছেন।

আমি শাজাহান খানকে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্ত্রিকর বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আহবান জানাচ্ছি।”