আজ ৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে টহল দেয়ার সময় দুর্বৃত্তদের বোমা হামলা ও গোলাগুলিতে ২ জন পুলিশসহ ৪ জন নিহত এবং বেশ কয়েকজন পুলিশ ও সাধারণ মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, “গুলশানের মর্মান্তিক ও শোকাবহ ঘটনার জের কাটতে না কাটতেই শোলাকিয়ার এ ঘটনায় আমরা স্তম্ভিত, বিস্মিত ও হতবাক।
মানুষ যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিল তখন এ ধরনের ঘটনায় গোটা জাতির সাথে আমরাও মর্মাহত। এ ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা আমাদের জানা নেই। একটার পর একটা হত্যাকান্ডের ঘটনা গোটা জাতিকে আজ শঙ্কিত করে তুলেছে। দেশের সকল রাজনৈতিক মহল, সচেতন ব্যক্তিবর্গ, মিডিয়া এবং গুরুত্বপূর্ণ সংস্থার পক্ষ থেকে চলমান এ পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। সকল প্রকার রাজনৈতিক হিংসা, হানাহানি এবং দলাদলির ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে এ পরিস্থিতি মোকাবেলা করা আজ সময়ের অপরিহার্য দাবি। তাই দোষারোপের রাজনীতি পরিহার করে সরকারকে অবিলম্বে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে হবে। জাতি কোন বিভক্তি দেখতে চায় না। এ ব্যাপারে সরকারের যে কোন ব্যর্থতা জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিবে। জাতি সরকারের এ ব্যর্থতাও কখনো মেনে নিবে না। দোষারোপের রাজনীতির বৃত্ত থেকে বের হয়ে এসে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে আসুন আমরা সকল প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই।
শোলাকিয়ার ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করছি। নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”