৯ জুলাই ২০১৬, শনিবার, ৩:২৬

সোহানের বাবা হাই প্রধানের সাথে জামায়াতে ইসলামীর কোন সংশ্লিষ্টতা নেই

দৈনিক কালেরকন্ঠ পত্রিকার অনলাইন সংস্করণে “আড়াই বছর ধরে নিখোঁজ ছিলেন শোলাকিয়া থেকে ধৃত আবু মুক্তাদিল” শিরোনামে গত ৮ জুলাই প্রকাশিত রিপোর্টে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নূরুজ্জামান চৌধুরীর বক্তব্যের বরাত দিয়ে “কিশোরগঞ্জের শোলাকিয়া হামলায় সন্দেহভাজন হিসেবে আটক আবু মুক্তাদিল ওরফে শরিফুল ওরফে শফিউল ইসলাম সোহানের বাবা হাই প্রধানের জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা রয়েছে।” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ০৯ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কিশোরগঞ্জের শোলাকিয়া হামলায় সন্দেহভাজন হিসেবে আটক আবু মুক্তাদিল ওরফে শরিফুল ওরফে শফিউল ইসলাম সোহানের বাবা হাই প্রধানের সাথে জামায়াতে ইসলামীর কোন সংশ্লিষ্টতা নেই। ঐ নামের কোন ব্যক্তিকে আমরা চিনি না।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই শোলাকিয়া হামলায় সন্দেহভাজন হিসেবে আটক আবু মুক্তাদিল ওরফে শরিফুল ওরফে শফিউল ইসলাম সোহানের বাবা হাই প্রধানের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা থাকার কথা প্রচার করা হয়েছে। খবর নিয়ে আমরা জানতে পারলাম যে, হাই প্রধান এবং তার গোটা পরিবারই চরম জামায়াত বিদ্বেষী।

এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারনা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন সংস্করণ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাযথভাবে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”