১১ জুলাই ২০১৬, সোমবার, ৩:২৪

জনকণ্ঠ পত্রিকার ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের প্রতিবাদ

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “আটক শিবির ক্যাডার সোহানের সহযোগীদের গা ঢাকা” শিরোনামে আজ ১১ জুলাই প্রকাশিত রিপোর্টে ‘শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় আটক দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের শরিফুল ইসলাম সোহান ওরফে মোকাত্বিলকে শিবির ক্যাডার এবং তার পিতা আবদুল হাইকে জামায়াত নেতা’ অভিহিত করার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের অধিবাসী আবদুল হাইয়ের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। তার পুত্র শরিফুল ইসলাম সোহান ওরফে মোকাত্বিলের সাথে ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। তাদের গোটা পরিবারই জামায়াত ও ছাত্রশিবিরের চরম বিরোধী।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠের রিপোর্টে আবদুল হাইকে জামায়াত নেতা ও তার পুত্র শরিফুল ইসলাম সোহান ওরফে মোকাত্বিলকে ছাত্রশিবিরের ক্যাডার হিসেবে অভিহিত করা হয়েছে। এভাবে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তাই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”