গত ৯ জুলাই রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য জনাব জালাল উদ্দিনসহ ৭ জন এবং গত ১০ জুলাই ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমীর জনাব আবুল হোসাইন মিয়াজীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১১ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য জনাব জালাল উদ্দিন, কাকনহাট পৌর আমীর জনাব নাজমুল আলমসহ ৭ জন এবং ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমীর জনাব আবুল হোসাইন মিয়াজীকে রাজনৈতিক হীন উদ্দেশ্যে হয়রাণী করার জন্যই পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির মোকাবিলায় নিজেদের চরম ব্যর্থতা, সীমাহীন লুটপাটের কারণে চিকুন গুনিয়া রোগ প্রতিরেধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারা এবং সার্বিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার জামায়াতের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গণহারে গ্রেফতার শুরু করেছে। এমনকি গণমাধ্যম কর্মীরাও তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা। জামায়াতের নেতা-কর্মীদের স্বাভাবিক কর্ম-কান্ড পরিচালানায় বাধা দিয়ে সরকার মূলত সাংবিধানিক মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এক দলীয় বাকশাল কায়েমের পথেই হাটছে। বাংলাদেশের সচেতন জনগণ তাদের এ আশা কখনো পূরণ হতে দেবে না।
অবিলম্বে রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলা শাখার কর্মপরিষদ সদস্য জনাব জালাল উদ্দিন এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা আমীর জনাব আবুল হোসাইন মিয়াজীসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”