১৩ জুলাই ২০১৬, বুধবার, ৩:২১

মিসেস হুমায়রা বেগম ও তার পুত্র সাকিবকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ

গত ১১ জুলাই রাতে টাঙ্গাইল জেলার মীর্যাপুর নিবাসী পর্দানশীন মহিলা মিসেস হুমায়রা বেগম ও তার পুত্র সাকিবকে এবং দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাথা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আমানুল্লাহ সরকারকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৩ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই পুলিশ মিসেস হুমায়রা বেগম ও তার পুত্র এবং দিনাজপুরের ছাত্রশিবির নেতা মোঃ আমানুল্লাহ সরকারকে অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

বর্তমান সরকারের জুলুম থেকে পর্দানশীন ধার্মিক মহিলা ও তার পুত্র পর্যন্ত রেহাই পাচ্ছে না। সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সরকারের এহেন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

টাঙ্গাইল জেলার মীর্যাপুর নিবাসী মিসেস হুমায়রা বেগম ও তার পুত্রসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”