১৫ জুলাই ২০১৬, শুক্রবার, ৩:১৮

ইসলামী ছাত্রশিবির হত্যা ও খুনের রাজনীতিতে বিশ্বাস করে না

আজ ১৫ জুলাই দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইনে “গুলশানের একটি রেস্টুরেন্টে হামলাকারী বন্দুকধারী নিবরাস ইসলাম নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়াকালীন ইসলামী ছাত্রশিবিরের সংস্পর্শে আসে” মর্মে যে, ভিত্তিহীন অসত্য খবর প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “১লা জুলাই গুলশানের একটি রেস্টুরেন্টে বন্দুকধারী দুর্বৃত্তরা ঢুকে পড়ে উপস্থিত দেশী-বিদেশী নাগরিকদের জিম্মি করে। তারা দু’জন পুলিশ অফিসার, ১৭ জন বিদেশী নাগরিক এবং ৩ জন বাংলাদেশীকে নৃশংসভাবে হত্যা করে। আমরা এই ঘটনার পর পরই দুর্বৃত্তদের বর্বরোচিত ও কাপুরোষচিত হামলার তীব্র নিন্দা জানাই।

এ ঘটনার পর দুর্বৃত্তদের ছবি মিডিয়াতে ছাপা হয়। এ সব খুনি, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের কারো সাথে ইসলামী ছাত্রশিবিরের কোন ধরনের সম্পর্ক থাকার প্রশ্নই আসে না। ইসলামী ছাত্রশিবির হত্যা ও খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। আনন্দবাজারের মত একটি পত্রিকায় যাচাই-বাচাই না করে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক খবর ছাপানো খুবই দু:খজনক। আমরা আশা করবো আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থেই এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছাপানো থেকে বিরত থাকবেন।”