দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর জনাব মকবুল মুন্সীকে এবং লক্ষ্মীপুর শহরের একটি বাড়ী থেকে গত ২২ জুলাই রাতে ১১ জন ধার্মিক পর্দানসীন মহিলাকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৩ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চিরির বন্দর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর জনাব মকবুল মুন্সীকে ও লক্ষ্মীপুর শহর থেকে ১১ জন ধার্মিক পর্দানসীন মহিলাকে পুলিশ সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
লক্ষীপুরে মহিলাগণ ইসলাম সম্পর্কে আলোচনার উদ্দেশ্যেই একত্রিত হয়েছিলেন। অযথা হয়রানী করার উদ্দেশ্যেই পুলিশ নির্দোষ মহিলাগণকে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। মহিলাদের মধ্যে ইসলামী দাওয়াতের কাজে বাধা দিয়ে পুলিশ অন্যায় করেছে। রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই চিরির বন্দর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর জনাব মকবুল মুন্সীতে গ্রেফতার করা হয়েছে। বর্তমান সরকারের দু:শাসনে দেশবাসী অতিষ্ঠ। সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
চিরির বন্দর উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর জনাব মকবুল মুন্সীসহ লক্ষ্মীপুরে গ্রেফতারকৃত পর্দানসীন ধার্মিক মহিলাদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”