গত ২২ জুলাই দি ডেইলী স্টার পত্রিকার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৪ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচার ব্যতীত আর অন্য কিছুই নয়।
স্বরাষ্ট্র মন্ত্রী গত ২২ জুলাই দি ডেইলী স্টার পত্রিকার প্রশ্নের উত্তরে শোলাকিয়ায় হামলার ব্যাপারে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, শোলাকিয়ায় হামলায় জড়িত থাকার অভিযোগে গত ২২ জুলাই রাতে র্যাবের হাতে গ্রেফতার হওয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আনোয়ার হোসাইনের সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। কাজেই শোলাকিয়ায় হামলার ব্যাপারে জামায়াতের লিংক দেখতে পাওয়ার প্রশ্নই আসে না।
দি ডেইলী স্টারের রিপোর্টে উল্লেখিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শফিউল ও তার পিতা আবদুল হাইর সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। পুলিশ আবদুল হাইকে জামায়াত কর্মী বলে উল্লেখ করে সম্পূর্ণ মিথ্যা বক্তব্য দিয়েছে। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দেয়া হয়েছে।
জামায়াতকে জড়িয়ে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য আমি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রতি আহ্বান জানাচ্ছি।”