২৬ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১১:৫৮

শিবির নেতা মুহাম্মদ জসীমউদ্দিন সরকারসহ সারা দেশে জামায়াত শিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তির দাবি

রাজশাহী মহানগরী শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ জসীমউদ্দিন সরকারকে গত ২৫ জুলাই পুলিশ আটক করার পর তার পায়ে গুলি করে গুরুতরভাবে আহত করে তাকে আটক করার কথা অস্বীকার করা ও রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের আমীর জনাব রুহুল আমিনকে ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীরহাটের ব্যবসায়ী মুজিবুর রহমান, তার স্ত্রী খাদিজা বেগম ও তার কন্যা এবং কন্যার বান্ধবীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ২৬ জুলাই প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজশাহী মহানগরী শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ জসীমউদ্দিন সরকারকে আটক করার পর গুলি করে গুরুতরভাবে আহত করে তাকে গ্রেফতার করার কথা অস্বীকার করার ঘটনার মত বেআইনী ও অমানবিক ঘটনার নিন্দা জানানোর কোন ভাষা নেই।

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করার পর তাদের গুলি করে আহত করে গ্রেফতারের কথা অস্বীকার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ বেআইনী ও অমানবিক কাজ করে দেশের সংবিধান এবং মানবাধিকার লংঘন করছে। এ দ্বারা সরকারের চরম ফ্যাসিবাদী মানসিকতাই প্রকাশিত হচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগরীর নেতা মুহাম্মদ জসীমউদ্দিন সরকারকে আটক করার কথা পুলিশের অস্বীকার করায় তার আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন গভীরভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন। তাকে কোথায় কি অবস্থায় রাখা হয়েছে তা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানতে চাই।

সম্পূর্ণ অন্যায়ভাবে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের আমীর জনাব রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীর হাটের ব্যবসায়ী মুজিবুর রহমান, তার স্ত্রী খাদিজা বেগম ও তার কন্যা এবং কন্যার বান্ধবীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। সরকারের জুলুম থেকে নির্বাচিত জনপ্রতিনিধি এবং ধার্মিক পর্দানসীন মহিলারাও রেহাই পাচ্ছেন না। সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

রাজশাহী মহানগরীর ইসলামী ছাত্রশিবির নেতা মুহাম্মদ জসীমউদ্দিন সরকারসহ সারা দেশে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”