৮ আগস্ট ২০১৬, সোমবার, ১০:৪৬

মোসাদ্দেক আলী ভূঁইয়াসহ সারা দেশে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবি

কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়াকে ৭ আগস্ট বিকেলে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার এবং যশোহর জেলার বেনাপোল বাজার হতে গত ৪ আগস্ট ইসলামী ছাত্রশিবিরের কর্মী রেজওয়ানকে সাদা পোশাকের পুলিশের আটক করার পর তাকে গ্রেফতারের কথা অস্বীকার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৮আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়াকে রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ বিনা দোষে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।

সারা দেশেই পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে বন্দী রেখে কষ্ট দিচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সরকার গ্রেফতার করার পরে গ্রেফতারের কথা অস্বীকার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে।

যশোহর জেলার বেনাপোল বাজার থেকে ইসলামী ছাত্রশিবিরের কর্মী রেজওয়ানকে সাদা পোষাকধারী পুলিশ গত ৪ আগস্ট আটক করে নিয়ে যায়। কিন্তু পুলিশ তাকে আটক করার কথা আজ পর্যন্ত স্বীকার করছেনা। তাকে আটক করার কথা পুলিশের অস্বীকার করায় তার পিতা-মাতাসহ আত্মীয়-স্বজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে আছেন।

তাই রেজওয়ানকে অবিলম্বে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দেয়ার জন্য এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোসাদ্দেক আলী ভূঁইয়াসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”