২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার

১৬ আগস্ট এনডিটিভির ওয়েবসাইটের বরাত দিয়ে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবাদ বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটের বরাত দিয়ে ‘জামায়াত নেতার নির্দেশে খুন’ শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ঐ খবরে আপত্তি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে গত ১৬ আগস্ট একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করা হয়েছিল।

পরবর্তীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট উক্ত খবরটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে চিহ্নিত করে। তদুপরি, এনডিটিভির বাংলাদেশ প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করে স্পষ্টভাবে জানান যে, এনডিটিভির পক্ষ থেকে এ ধরনের কোনো সংবাদ প্রচারিত হয়নি।

বিষয়টি নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে ১৬ আগস্ট প্রকাশিত পূর্ববর্তী প্রতিবাদ বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।