সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটের বরাত দিয়ে ‘জামায়াত নেতার নির্দেশে খুন’ শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ঐ খবরে আপত্তি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে গত ১৬ আগস্ট একটি প্রতিবাদ বিবৃতি প্রকাশ করা হয়েছিল।
পরবর্তীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট উক্ত খবরটিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে চিহ্নিত করে। তদুপরি, এনডিটিভির বাংলাদেশ প্রতিনিধি আমাদের সঙ্গে যোগাযোগ করে স্পষ্টভাবে জানান যে, এনডিটিভির পক্ষ থেকে এ ধরনের কোনো সংবাদ প্রচারিত হয়নি।
বিষয়টি নির্দিষ্টভাবে নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে ১৬ আগস্ট প্রকাশিত পূর্ববর্তী প্রতিবাদ বিবৃতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো।