রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের ওয়ালে বিজেপির লোগো লাগিয়ে রাতের অন্ধকারে কুরআন পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১৩ জানুয়ারি নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেন।
“রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের ওয়ালে বিজেপির লোগো লাগিয়ে রাতের অন্ধকারে কুরআন পোড়ানোর ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি দেশে সাম্প্রদায়িক সংঘাত ও হানাহানি সৃষ্টি করার উদ্দেশ্যে ইসলাম বিদ্বেষী মহল যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪টি হলে রাতের অন্ধকারে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ। এ ষড়যন্ত্র সম্পর্কে সজাগ, সচেতন ও সতর্ক থাকার জন্য আমি দেশের বিশেষ করে রাজশাহীর ছাত্রজনতা এবং আলেম সমাজ ও ধর্মপ্রাণ জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলাম বিদ্বেষী কোনো মহল যাতে ঐ ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে সে জন্য অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি আশা করি সরকার এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।”