লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব নাজমুল হাসানকে ১১ জানুয়ারী সকালে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১১ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ জনাব নাজমুল হাসানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সরকার যে ষড়যন্ত্র করছে তারই অংশ হিসেবে সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেতাদের জেলে বন্দী করে কষ্ট দিচ্ছে। স্বৈরশাসন পাকাপোক্ত করার জন্যই সরকার দেশের জনগণের উপর চরম দুঃশাসন চালাচ্ছে।
অবিলম্বে রামগঞ্জ পৌরসভা জামায়াতের সেক্রেটারী জনাব নাজমুল হাসানসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”