রংপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জনাব ওবায়দুল্লাহ সালাফিকে ১৪ জানুয়ারী সন্ধ্যায় এবং খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ও ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর এড. শেখ জাহাঙ্গীর হোসেন হেলালকে ১৪ জানুয়ারী দুপুরে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব আতাউর রহমান আজ ১৪ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী জনাব ওবায়দুল্লাহ সালাফিকে এবং খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ও ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর এড. শেখ জাহাঙ্গীর হোসেন হেলালকে রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই সারাদেশে অব্যাহতভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করা অব্যাহত রেখেছে। গণবিরোধী সরকার দেশে একদলীয় স্বৈরশাসন দীর্ঘস্থায়ী করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে আবদ্ধ করছে। এ সরকারের জুলুম-নির্যাতন সকল সীমা ছাড়িয়ে গিয়েছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
গ্রেফতার অভিযান বন্ধ করে রংপুর জেলা জামায়াতের সেক্রেটারী জনাব ওবায়দুল্লাহ সালাফি এবং খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ও ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর এড. শেখ জাহাঙ্গীর হোসেন হেলালসহ সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”