৯ আগস্ট ২০২৪, শুক্রবার, ১:১৯

দৈনিক প্রথম আলোতে অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর হামলার বিষয়ে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ

-এডভোকেট মতিউর রহমান আকন্দ

‘হামলার শিকার অধ্যাপক আনোয়ার হোসেন’ শিরোনামে ৯ আগস্ট প্রথম আলোর অনলাইন ভার্সনে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ৯ আগস্ট এক বিবৃতিতে বলেন, “উল্লেখিত খবরে প্রকাশিত প্রতিবেদনটির প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ৫ আগস্ট বিমান বন্দরে অধ্যাপক আনোয়ার হোসেনের ওপর হামলার বিষয়ে জামায়াতকে জড়িয়ে যেসব কথাবার্তা বলা হয়েছে তা সঠিক নয়। জামায়াতের কোনো নেতাকর্মী কারো ওপর হামলা করার প্রশ্নই আসে না। ৫ আগস্ট কথিত সময়ে ঢাকাসহ সারাদেশে লাখ লাখ ছাত্র-জনতা বিক্ষোভ প্রদর্শন করেছে। ঐ সময়ে অধ্যাপক আনোয়ার হোসেন জামায়াতকে জড়িয়ে নিজের ওপর হামলার যে বর্ণনা দিয়েছেন, তা যথার্থ নয়।

আমাদের বক্তব্য হচ্ছে ট্রাইবুনালে জামায়াত নেতাদের বিরুদ্ধে বহু লোক মিথ্যা সাক্ষ্য দিয়ে জামায়াত নেতৃবৃন্দকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দেয়া হয়েছে। জামায়াতের কোনো নেতাকর্মী কোনো সাক্ষীর ওপর হামলা করার কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমরা মিথ্যা সাক্ষীদাতা ও প্রশ্নবিদ্ধ বিতর্কিত বিচারের ভার আল্লাহর কাছে অর্পণ করেছি। কোনো সাক্ষীকে হেনস্তা করার ঘটনা কখনো ঘটেনি।

স্বৈরাচারের পতনের সময় হাজার হাজার লোকের মধ্যে তার ওপর হামলার বিষয়টি যদি ঘটে থাকে, সেজন্য আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। কিন্তু হামলার কারণে জামায়াতকে অভিযুক্ত করা একটি রাজনৈতিক অপবাদ ছাড়া আর কিছুই নয়। আমরা প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”