৪ আগস্ট ২০২৪, রবিবার, ৯:৪৯

এক দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন

-মাওলানা এটিএম মা’ছুম

ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ৪ আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সর্বস্তরের জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়েছে। দেশের বিভিন্ন স্থানে অগ্নি সংয়োগ ও নৈরাজ্য সৃষ্টি করে চলমান আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, সরকারের গণহত্যা, গণগ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশের সর্বস্তরের জনগণ মাঠে নেমে এসেছে। ৪ আগস্ট এই নিউজ লেখা পর্যন্ত নরসিংদীতে ৬ জন, ফেনীতে ৭ জন, সিরাজগঞ্জে ১৩ পুলিশসহ মোট ২২ জন, কিশোরগঞ্জে ৪ জন, রাজধানী ঢাকায় ৬ জন, বগুড়ায় ৪ জন, মুন্সিগঞ্জে ৪ জন, মাগুরায় ৪ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৫ জন, পাবনায় ৩ জন, সিলেটে ৪ জন, কুমিল্লায় পুলিশ সদস্যসহ ৩ জন, জয়পুরহাটে ১ জন, হবিগঞ্জে ১ জন ও বরিশালে ২ জনসহ সারাদেশে মোট ৮৫ জন নিহত হয়েছেন।

দেশের সর্বস্তরের জনগণ ছাত্রসমাজের পাশে দাঁড়িয়েছেন। গণহত্যার বিচার ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। বাংলাদেশের সকল নাগরিকের দাবি একটাই ‘শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।’ আমরা অবিলম্বে ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলকারী সরকারের পদত্যাগ দাবি করছি।

দেশের বিদ্যমান পরিস্থিতিতে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, বিজিবি, র‌্যাব ও দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিবেন না।

দেশের সর্বস্তরের জনগণকে ছাত্রদের ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি সফল করে তোলার আহ্বান জানাচ্ছি।”