২৫ মে ২০১৭, বৃহস্পতিবার, ৮:২৬

পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ

পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সরকার জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিতে পারতেন না

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফয়েজ ও উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব তারেক হোসাইনসহ জামায়াতে ইসলামীর ৬ জন নেতা-কর্মীকে গত ২৪ মে রাতে পুলিশের অন্যায় গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি জনাব শামসুল ইসলাম আজ ২৫মে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজ ও উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব তারেক হোসাইনসহ জামায়াতের ৬জন নেতা-কর্মীকে আসন্ন রমজানের পূর্ব মুহূর্তে পুলিশ কর্তৃক অন্যায় ও অমানবিকভাবে গ্রেফতারের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

মানুষ যখন রমজানের প্রস্তুতি নিচ্ছে ঠিক সে মুহূর্তে জামায়াতের নেতা-কর্মীদের পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে অযথা কষ্ট দিচ্ছে। পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধাবোধ থাকলে সরকার এভাবে জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিতে পারতেন না।

জামায়াতের নেতা-কর্মীদের অযথা হয়রানী না করে সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফয়েজসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে আসন্ন রমজানের পূর্বেই মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”