মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক গত ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে “জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে জামায়াতের সব সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে” মর্মে যে উদ্ভট বক্তব্য প্রদান করেছেন তার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৫ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক জামায়াতকে নিষিদ্ধ ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ইচ্ছা ব্যক্ত করে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও বেআইনী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী একটি আইনানুগ বৈধ রাজনৈতিক দল। জামায়াত সব সময়ই গঠনমূলকভাবে রাজনীতি করে আসছে।
জামায়াত দেশের আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। কাজেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার যে ইচ্ছা ব্যক্ত করেছেন তার কোন যুক্তি নেই। তিনি এ অযৌক্তিক ও বেআইনী বক্তব্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
এ ধরনের অন্যায় ও অযৌক্তিক এবং বেআইনী বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের প্রতি আহ্বান জানাচ্ছি।”