১৪ আগস্ট ২০১৬, রবিবার, ৬:০৭

ব্যারিষ্টার আরমানকে ফিরিয়ে দেয়ার দাবিতে আগামী ১৬ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কারাবন্দী জনাব মীর কাসেম আলীর ছোট ছেলে ও তার মামলার ডিফেন্স আইনজীবী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে তার বাসা থেকে তুলে নেয়ার প্রতিবাদে ও অবিলম্বে তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে আগামী ১৬ আগস্ট মঙ্গলবার দেশের সকল মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১৪ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে এক দল লোক গত ৯ আগস্ট দিবাগত রাত ১১টার পরে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে।

আজ ১৪ আগস্ট পর্যন্ত তাকে আদালতে হাজির না করায় কিংবা তার কোন সন্ধান না দেওয়ায় তার পিতা-মাতাসহ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং আমরা সকলেই গভীরভাবে উদ্বিগ্ন।

কোন ব্যক্তিকে গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার জন্য উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু ৫দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত ব্যারিস্টার আরমানকে আদালতে হাজির করা হয়নি। এমনকি তাকে গ্রেফতারের কথাও স্বীকার করা হচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার জন্য আবেদন করা সত্ত্বেও থানা জিডি গ্রহণে অপারগতা প্রকাশ করেছে। সরকারের এ ধরনের ছলচাতুরির ফলে আমরা সকলেই তার জীবন নিয়ে শঙ্কিত। তিনি কোথায় কি অবস্থায় আছেন তা জানানোর জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

ব্যারিস্টার আরমানকে অন্যায়ভাবে তুলে নেয়ার ঘটনার প্রতিবাদে ও অবিলম্বে তাকে মুক্তি দিয়ে পরিবারের নিকট ফেরত দেয়ার দাবিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী ১৬ আগস্ট মঙ্গলবার দেশের সকল মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল মহানগরী শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং মহানগরীবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”