৪ মার্চ ২০২৪, সোমবার, ৬:৩৬

অন্যায়ভাবে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ

-অধ্যাপক মুজিবুর রহমান

১২ কেজি ওজনের এলপি গ্যাসের সিলিন্ডারের মূল্য ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪ শত ৮২ টাকা পুননির্ধারণ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ৪ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ফেব্রুয়ারি মাসে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে আবার চলতি মার্চ মাসে এলপি গ্যাসের ১২ কেজি ওজনের সিলিন্ডারের মূল্য ৮ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত দরিদ্র জনগণের মাথায় বোঝার উপর শাকের আঁটি চাপিয়ে দেয়ার শামিল। সরকারের এ অন্যায় সিদ্ধান্তের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য যে, গত ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের চলতি মার্চ মাস পর্যন্ত সরকার এলপি গ্যাসের দাম মোট আট বার বৃদ্ধি করল। এলপি গ্যাসের মূল্য সরকার শতকরা ৪৮% ভাগ বাড়িয়েছে। গ্যাস ও বিদ্যুৎ হলো বর্তমান সভ্যতার চালিকা শক্তি। গ্যাস ও বিদ্যুৎ ছাড়া কোনো দেশ চলতে পারে না। রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি গ্যাস ও বিদ্যুৎ ছাড়া আধুনিক সভ্যতার কোনো দেশ চলতে পারে না। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাব শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ দেশের গোটা অর্থনীতির উপর পড়বে। ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আরো বাড়বে। দেশে অনাহারী হতদরিদ্র লোকের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। চুরি, ডাকাতি, খুন-রাহাজানিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। মানুষ ভাত ও তরকারি রান্না করেও খেতে পারবে না। ছোট ছোট হোটেল ও রেস্তোরাঁর মালিকগণ বিপাকে পড়বে।

দেশের অর্থনীতির স্বার্থেই গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি না করে ভর্তুকি দিয়ে হলেও গ্যাস এবং বিদ্যুতের দাম কমানো প্রয়োজন। গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে দেশকে আত্মনির্ভরশীল করতে না পারলে, কোনোভাবেই কাক্সিক্ষত উন্নয়ন করা সম্ভব হবে না। সরকার গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে দরিদ্র জনগণকে শোষণ করে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, সরকার যদি ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার ও অপচয় বন্ধ করে দুর্নীতিবাজ অসৎ, অযোগ্য লোকদের অপসারণ করতে পারে তাহলে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। কিন্তু সরকার ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার ও অপচয় বন্ধ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ঘুষ ও দুর্নীতি করে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্যই সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। পেছনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। অন্যায়ভাবে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”