কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল আউয়াল, তার দুই পুত্র ও ইসলামী ছাত্রশিবিরের ৪ জন কর্মীকে গত ২৮ আগস্ট দিবাগত রাত ১টায় তার বাসা থেকে এবং ২৯ আগস্ট সকালে নাটোর জেলার সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৯ আগস্ট প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই পুলিশ কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল আউয়ালকে ও তার দুই পুত্র এবং ইসলামী ছাত্রশিবিরের ৪ জন কর্মীকে ও নাটোর জেলার সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলীকে অন্যয়ভাবে গ্রেফতার করেছে।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা ব্যতীত পুলিশের মাওলানা আবদুল আউয়াল ও তার দুইপুত্র এবং ছাত্রশিবিরের ৪ জন কর্মীকে ও নাটোর জেলার সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলীকে গ্রেফতার করার আর কোন কারণ নেই। স্বৈরাচারী সরকারের জুলুম নির্যাতনের মাত্রা সকল সীমা ছাড়িয়ে যাচ্ছে। সারা দেশেই সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল আউয়াল ও নাটোর জেলার সাবেক আমীর অধ্যাপক ইউনুস আলীসহ সারাদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”