বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফিলিস্তিনে অব্যাহতভাবে দখলদার ইসরাইলিদের গণহত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত প্রস্তাব গৃহীত হয়।
“বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ফিলিস্তিনে গণহত্যা বন্ধের লক্ষ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ ঘোষণা করতে ইসরাইলিদের বাধ্য করার জন্য জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, মুসলিম বিশ্বসহ সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ৫ মাস যাবত ফিলিস্তিনের শিশু-কিশোর, তরুণ-যুবক, বৃদ্ধ, মহিলাসহ অসহায় জনগণের উপর ইসরাইলিদের হামলা ও ব্যাপক গণহত্যা চালানোর নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। প্রতিদিনই ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর ইসরাইলিরা হামলা চালিয়ে অগণিত লোককে হত্যা ও আহত করছে। তাদের টার্গেটে পরিণত হয়েছে ফিলিস্তিনি শিশু ও কিশোর-যুবকরা। ইসরাইলিরা মসজিদ-গীর্জা, হাসপাতাল-ক্লিনিক ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়ে আহত এবং অসুস্থ মানুষকেও হত্যা করছে। গাজার পরে এখন তারা রাফায় ব্যাপক হামলা চালাতে শুরু করেছে। সেখানে প্রায় ১৫ লক্ষ ও মিসর সীমান্তেও প্রায় ১৫ লক্ষ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তারা খাদ্য, পানীয়, চিকিৎসা বিহীন অবস্থায় মানবেতর জীবন-যাপন করছে এবং ধুকে ধুকে মরছে। ফিলিস্তিনিদের এ দুরবস্থা গোটা মানবজাতির জন্য চরম লজ্জাজনক।
আন্তর্জাতিক মহল গাজায় যুদ্ধ বিরতি কার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধ বিরতিতে রাজী হলেও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একগুঁয়েমি ও হঠকারি মনোভাবের কারণেই যুদ্ধ বিরতি কার্যকর হচ্ছে না। তাই মানবতার দুশমন ইসরাইলকে যুদ্ধ বিরতি কার্যকর করতে বাধ্য করার জন্য এবং মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ওআইসি, জাতিসংঘ, শান্তিকামী গণতান্ত্রিক বিশ্ব ও মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আহ্বান জানাচ্ছে।”