নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘোষিত অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তথাকথিত নির্বাচন কমিশন ফরমায়েসি তফসিল ঘোষণা করে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করেছে। ফরমায়েসি তফসিল এবং সরকারের একদলীয় সাজানো নির্বাচনের প্রতিবাদে বিরোধী দল আন্দোলন করছে। আন্দোলনে সংগ্রামী জনতার ব্যাপক অংশগ্রহণ দেখে জালিম সরকার ভীত হয়ে সারাদেশে গণগ্রেফতার ও পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় গাজীপুর মহানগর সেক্রেটারি মুহাম্মদ খায়রুল হাসানকে, নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা আমীর জনাব কফিল উদ্দিন ও সিরাজগঞ্জ জেলা কামারখন্দ উপজেলার আমীর মাওলানা ইউসুফ আলীকে সরকারের আজ্ঞাবহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্দেশ্যমূলকভাবে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২২ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় হেলমেটধারী সন্ত্রাসীরা নাটোরের নলডাঙ্গা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা নোমানীর ওপর অতর্কিতে হামলা করে মারাত্মকভাবে জখম করে এবং তার ডান হাত ভেঙে দেয়। পরদিন মাওলানা নোমানী মামলা করতে গেলে নলডাঙ্গা থানা পুলিশ মামলা নেয়নি। অথচ ১ ডিসেম্বর জুমআর নামাজ শেষে পুলিশ তাঁকে গ্রেফতার করে নাশকতার মামলা দিয়েছে। আমি জালিম সরকারের এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
জামায়াত ঘোষিত আগামী ৩ ডিসেম্বর রবিবার ভোর ৬টা থেকে ৫ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।”