১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার, ৩:০৬

অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ ২জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ

নাটোর জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে এবং ১৯ সেপ্টেম্বর ২জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ১৯ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই পুলিশ নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ ২জন কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ।

জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই পুলিশ সারা দেশে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কষ্ট দিচ্ছে। সরকারের জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। সরকারের ফ্যাসিবাদী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

নাটোর জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”